গ্রামের নাম ভাটি সাভার। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার বৈশিষ্ট্য মন্ডিত নান্দাইল উপজেলার অন্যতম ৩নং নান্দাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পার্শ্বে অর্থাৎ নান্দাইল প্রবেশ করার প্রায় ২ কিঃ মিঃ পশ্চিমে ভাটি সাভার গ্রাম অবস্থিত। এই গ্রামের যাতায়াত ব্যাবস্থা অনেক ভালো।এই গ্রামে বহু খ্যাতিমান মনীষী জন্ম গ্রহণ করেন I আদমশুমারি মতে এই গ্রামের জনসংখ্যা-৪৫১০ জন, এই গ্রামের অধিকাংশ লোক মুসলমান।আর এই মুসলমানদের শিক্ষাব্যবস্থার সূচনা হয় আল্লাহর বাণী- “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” (সূরা: আলাক, আয়াত-১)। মসজিদে নববীতে অবস্থিত ‘সুফফা’ হলো ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। রাসূল (সা:) ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবিগণ প্রথম ছাত্র। সেখান থেকেই ইসলামী শিক্ষার ইতিহাস শুরু হয়। আর ইলমই হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম বা জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন” (সূরা: মুজাদালা, আয়াত- ১১)। ইলম শিক্ষা করার জন্য পথচলা, হাঁটা, কষ্ট করা ইত্যাদিও ইবাদত। এগুলোর মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি। (বুখারি, মুসলিম)। আল্লাহ সুবহানু তা’য়ালা অশেষ মেহেররানীতে ইলম ও আমলের মাধ্যমে মুসলিম জনসাধারনের মধ্যে ইসলামী জিন্দেগীর সহিহ্ নমুনা পেশ করার জন্য উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করার নিমিত্তে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা ঘটিত হয়।
প্রতিষ্ঠাতা মোঃ লুৎফুর রহমান ১৯৬৯ সালে ৩১ শে ডিসেম্বর, ২০ শে শাওয়াল ১৩৮৯ হিজরী, ১৫ ই পৌষ ১৩৭৬ বাংলা, বুধবার দিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কুলধুরুয়া গ্রামে নানার (মরহুম আছির উদ্দিন ভুইয়া) বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একজন সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান, তিনি আলহাজ্ব মোঃ আরজ আলী এবং এবং আলহাজ্বা মোছাম্মাৎ রাবেয়া খাতুন এর ২য় পুত্র। তাহার দাদা মোঃ বাহাদুল আলী মুন্সী , তার বাবা মোঃ সাধু শেখ, তাহার বারা মোঃ ভেঙ্গা ভুইয়া, তাহারা সবাই সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। মোঃ লুৎফুর রহমান এর প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি, ইংরেজী এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। পরে তিনি ১৯৭৭ সালে তিনি পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। ১৯৮০ সালে তিনি পাঁচানী উচ্চ বিদ্যালয়ে ৬ম শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৮৫ সালে মোঃ লুৎফুর রহমান এস.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। মোঃ লুৎফুর রহমান তাঁর প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন।এস.এস.সি. পাশ করার পর উচ্চ শিক্ষা লাভের জন্যে তিনি কিশোরগঞ্জে গুরদয়াল সরকারি কলেজে ভর্তি হন এবং ১৯৮৭ সালে গুরুদয়াল সরকারি কলেজে থেকে এইচ.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এইচ.এস.সি. পাশের পর সারা জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে ভর্তি হলেন, স্বনামধন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ। সেখান থেকেই দর্শন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।প্রতিটি মানুষের কাছে তার জন্মভূমি বা নিজের গ্রাম খুবই প্রিয়। ঠিক তেমনি প্রতিষ্ঠাতা মহোদয়ের নিকটও গ্রাম সবচেয়ে প্রিয় ও পবিত্র। এই ছায়াঘেরা মায়াময় পরিবেশে প্রতিষ্ঠাতা সাহেবের শৈশব কেটেছে। এ গ্রামের মানুষ দিয়েছে আদর, স্নেহ ও ভালোবাসা। শিক্ষায় অনগ্রসর একটি গ্রামের মানুষকে শিক্ষার আলো পৌছেঁ দেওয়ার তাগিদ অনুভব করেন।
পৃথিবীর বুকে যুগ পরম্পরায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মাঝে অন্যতম ও সর্বোত্তম প্রতিষ্ঠান হচ্ছে কওমী মাদ্রাসা। যার নির্মাতা ও প্রতিষ্ঠাতা হলেন মহান স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ থেকে প্রেরিত মানবতার মহান অগ্রদূত হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অমীয় সূধা পান করে তৃপ্ত হয়েছেন হযরত ইবনে আব্বাস রাঃ, হযরত ইবনে মাসউদ রাঃ, হযরত আবু হুরায়রা রাঃ। সৃষ্টি হয়েছেন হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহু আলাইহিম প্রমুখ আইম্মায়ে কেরাম।কওমী মাদ্রাসা প্রকৃত আদর্শ মানব তৈরীর সুনিপুণ কারখানা। যে কারখানা থেকে তৈরী হয়েছেন হযরত ইমাম গাজালী, মুহাদ্দিসে দেহলভী, মুহাজিরে মাক্কী রাহিমাহুমুল্লাহু আলাইহিম এর মত বিখ্যাত ব্যক্তিরা। যারা জাতির ক্রান্তি লগ্নে ইংরেজ বেনিয়াদের হাত থেকে ধর্ম দেশ ও জাতিকে বাঁচাতে গড়ে তুলেন “দারুল উলূম দেওবন্দ” মাদ্রাসা এবং দারুল উলূম দেওবন্দকে কেন্দ্র করে গড়ে উঠে হাজার হাজার কওমী মাদ্রাসা।
“জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা” একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদরাসার প্রতিষ্ঠাতা জনাব মোঃ লুৎফুর রহমান সাহেব সদকায়ে জারিয়া, নেক আশায়, পরকালে মুক্তির আশায় নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত। তাহার একনিষ্ঠ পরিশ্রমে দ্বীনি তা’লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত আঞ্জাম দিতে ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানাধীন ৩নং নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে অবস্থিত। ২০২২ ঈ. সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, মাদরাসাটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি আরো বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে – হিফজ রিভিশান কওমি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলূম নাছিমা আক্তার কওমী মহিলা মাদ্রসা স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প বিশুদ্ধ পানি সরবরাহ সাধারণ মেহমানখানা বাইতুল হিকমাহ্ সমাজ কল্যান পাঠাগার (পাবলিক লাইব্রেরী)হজ্ব প্রশিক্ষণ কর্মশালা বয়স্ক ও বয়স্কা নূরাণী কোরআন শিক্ষা প্রকল্প মুআল্লিম ও মুআল্লিমা (শিক্ষক/শিক্ষিকা) প্রশিক্ষণ কর্মশালা তাবলীগ ইত্যাদি ধর্মীয় ও সামাজিক কাজের আঞ্জাম দিয়ে আসছে।
